রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ০২:২৫:১৮

খুলনায় নয়, বিশ্বকাপে বেশি বেশি ছক্কা মারতে পারবে টাইগাররা!

খুলনায় নয়, বিশ্বকাপে বেশি বেশি ছক্কা মারতে পারবে টাইগাররা!

স্পোর্টস ডেস্ক : খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম নিয়ে বিশ্বকাপের মত পরিকল্পনা ছিল জাতীয় দলের লঙ্কান কোচ হাতুরুসিংয়ের। হাতুরুসিংহ ও ম্যাচ রেফারির মধ্যে বিতর্ক এ নিয়ে।

হাতুরুসিং খুলনার স্টেডিয়ামের বাউন্ডারি ছোট করে দেন। টাইগাররা যাতে বেশি বেশি চার-ছক্কা মারতে পারেন এই জন্যই সীমানা ছোট করে আনেন হাতুরুসিংহে।

হাতুরুসিংহের চিন্তায় ছিল কয়েক মাস পরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসরের বাউন্ডারি ছোট হওয়ার বিষয়টি। টাইগাররা ওখানে সহজেই চার ছক্কা মারতে পারবেন। ভারতের ওই স্টেডিয়ামের বাউন্ডারির মত জিম্বাবুয়ে-বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডের বাউন্ডারি করেন মাশরাফিদের কোচ।

পরে এটি দৃষ্টিগোচর হয় ম্যাচ রেফারি ক্রিস ব্রডের। কিন্তু বাউন্ডারি ফের আগের মত করা হয়। বড় বাউন্ডারিতে খেললে ছোট বাউন্ডারিতে সহজেই বাইন্ডারি হাঁকানো যাবে বলে ধারনা সংশ্লিষ্টদের। খুলনায় নয়, বিশ্বকাপে বেশি বেশি ছক্কা মারার সুযোগ টাইগারদের সামনে।

হাতুরুসিংহে পরে চেপে ধরেন ম্যাচের কিউরেটরকে। কিউরেটর জাহিদ রেজা জাতীয় দলের কোচকে বলেন, ম্যাচ রেফারির উপর কিছুই করার নেই তার।
১৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে