রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ০২:৪৯:৫৭

বাঘেরা প্রস্তত!

বাঘেরা প্রস্তত!

স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয় পায় স্বাগতিক বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচে মান রক্ষার লড়াইয়ে টিকে থাকতে চাইবে সফরকারীরা। অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে প্রস্তত টাইগাররা।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিকেলে তিনটায় শুরু হবে ম্যাচটি।

খেলাটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, বিটিভি ও স্টার স্পোর্টস ৪।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেডিফাইড পেজে জানান দেন এই ম্যাচের জন্য বাঘেরা প্রস্তত।

প্রথম ম্যাচে সাব্বির আহমেদ ও সাকিব আল হাসানের অলরাউন্ডিং বীরত্বে সিরিজের প্রথম ম্যাচটি নিজেদের করে নেয় বাংলাদেশ। তবে মুশফিকের ১৯ বলে ২৬ রানের ইনিংসটিও ছিল চোখের পড়ার মত।

জানা যায় গত ম্যাচের মত আজ নেতৃত্বের পরিবর্তন হবে না দু’পক্ষের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

১. তামিম ইকবাল

২. সৌম্য সরকার

৩. মাহমুদউল্লাহ রিয়াদ

৪. মুশফিকুর রহিম

৫. সাকিব আল হাসান

৬. সাব্বির রহমান

৭. নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)

৮. মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক)

৯. শুভাগত হোম

১০. মুস্তাফিজুর রহমান

১১. আল-আমিন হোসেন।

 

জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ :

 

১. ভুসি সিবান্দা

২. হ্যামিল্টন মাসাকাদজা

৩. পিটার মুর (উইকেটরক্ষক)

৪. শন উইলিয়ামস

৫. ম্যালকম ওয়ালার

৬. সিকান্দার রাজা

৭. এল্টন চিগম্বুরা (অধিনায়ক)

৮. লুক জংওয়ে

৯. গ্রায়েম ক্রেমার

১০. ব্রিয়ান ভিটোরি

১১. ওয়েলিংটন মাসাকাদজা।

১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে