শুক্রবার, ০৬ মে, ২০২২, ১১:৩০:৫৪

সে আমার বিরুদ্ধে অভিযোগ করছে অর্থের লোভে: আফ্রিদি

সে আমার বিরুদ্ধে অভিযোগ করছে অর্থের লোভে: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সাবেক স্পিনার দানিশ কানোয়িয়া গত কয়েকবছর ধরেই ইউটিউবে বিতর্তিক মন্তব্য করে আলোচনায় থাকেন। নিয়মিতই তিনি পাকিস্তান বোর্ড এবং কিছু ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছেন। 

ফিক্সিং করে নিষিদ্ধ এই সাবেক স্পিনার কয়েকদিন আগে শহিদ আফ্রিদিকে 'চরিত্রহীন' বলেছিলেন। ইট ছুড়ে তাকে এবার পাটকেল হজম করতে হলো।

আফ্রিদি পাল্টা কানোরিয়ার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, কানোরিয়া টাকার লোভে এসব বলছেন। কয়েকদিন আগে পাকিস্তানের সাবেক লেগ স্পিনার কানেরিয়া তার একসময়ের সতীর্থ আফ্রিদিকে নিয়ে বলেছিলেন, 'সে কখনোই চাইত না আমি দলে থাকি। 

সে একটা আস্ত মিথ্যাবাদী আর ষড়যন্ত্রকারী। চরিত্রেও সমস্যা আছে ওর। সে সব সময়ই আমাকে পেছন থেকে টেনে ধরত। আমরা দুজনই লেগ স্পিনার ছিলাম। 

সে কারণে আফ্রিদি আমাকে বসিয়ে দিত। আফ্রিদি অন্য খেলোয়াড়দের আমার বিরুদ্ধে উসকে দিত। আমার যেহেতু ভালো পারফরম্যান্স ছিল, তাই সে আমাকে হিংসা করত। আমি পাকিস্তানের হয়ে খেলতে পেরে গর্বিত। আমি অনেক কৃতজ্ঞ। '

এবার কানোরিয়ার এমন মন্তব্যের জবাবে 'নিউজ নাউ পাকিস্তান'কে আফ্রিদি বলেছেন, 'যে মানুষ এসব কথা বলছে, আগে তার চরিত্রের দিকে তাকান। আসলে সে আমার বিরুদ্ধে অভিযোগ করছে সস্তা জনপ্রিয়তা আর অর্থের লোভে। 

কানেরিয়াকে আমার ছোট ভাইয়ের মতো দেখতাম। ওর সঙ্গে বহু বছর খেলেছি। আমার আচরণ যদি এত খারাপ হতো, তাহলে তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ করেনি কেন? বা দলে জানায়নি কেন? সে আমাদের শত্রুদেশে সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছে, যা ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে!'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে