স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
প্রথম ম্যাচের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ।
তবে বড় পরিবর্তন আছে জিম্বাবুয়ে দলে। মাশরাফির সঙ্গে টস করেছেন হ্যামিল্টন মাসাকাদজা!
বাংলাদেশ। ।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, শুভাগত হোম, কাজী নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ভুসি সিবান্দা, পিটার মুর, সেন উইলিয়াস, রিচমন্ড মুতুম্বামি, ম্যালকম ওয়ালার, তাউরাই মুজারাবানি, নেভিল মাদজিভা, ব্রিয়ান ভিটোরি, ওয়েলিংটন মাসাকাদজা ও গ্রায়েম ক্রেমার।
১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর