স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। পাকিস্তান টস জিতে বড় সংগ্রহ দাঁড় করায়। কিন্তু এর পরেও কাল নেমে আসে পাকিস্তান শিবিরে।
নিউজিল্যান্ডের দুই ওপেনার ব্যাটসম্যান যেমন দাপট দেখিয়েছে সেটা অন্য কোনো ব্যাটসম্যান পেরেছেন কিনা সেটা দেখার বিষয়। বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে কিউরা।
দুই ওপেনার করেছেন অনবদ্য ১৭১ রান। গাপটিল ও ইউলিয়ামশন পাকিস্তানের দেয়া ১৬৯ রানের টার্গেট অতিক্রম করেন ১৪ বাকি থাকতেই। ম্যাচটি শুরু আগে পাকিস্তানের কোচ ওয়াকার যে আশঙ্কা করেন সেটিই সত্যিই হলো।
ওয়াকার বলেছিলেন, দ্বিতীয় ম্যাচটি আমাদের জন্য কঠিন হবে। কিউরা জয়ের জন্য মরিয়া হয়ে খেলবে। পাকিস্তান কোচ যে মন্তব্য করেন খেলার এর পুরোপুরি বাস্তাবায়ন।
হ্যামিলটনে কিউরা যে দাপট দেখিয়েছেন তাকে বড় লজ্জার মুখে আফ্রিদিরা। টি-টোয়েন্টিতে ১০ উইকেটে এমন জয় কিউদের সেরা পারফর্মের মধ্যে অন্যতম।
১৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর