সোমবার, ০৯ মে, ২০২২, ১০:৫৬:২২

ক্রিকেটারদের সাবধানতা অবলম্বনের পরামর্শ

ক্রিকেটারদের সাবধানতা অবলম্বনের পরামর্শ

স্পোর্টস ডেস্ক: এবার শেষ হলো ঈদের ছুটি আর এখন টাইগার বাহিনীর প্রস্তুতি শুরু হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ের। এদিকে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলতে গত ৮ মে চট্টগ্রাম গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 

এই টেস্ট স্কোয়াডের সবাই চট্টগ্রামে উপস্থিত হলেও এখনো ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান। বাড়তি আরো দুই দিনের ছুটি নিয়েছেন তিনি।

বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন টাইগার অলরাউন্ডার। মূলত এ জন্যই ছুটি নিয়েছেন। ছুটি কাটিয়ে সাকিবের যোগ দেওয়ার কথা রয়েছে ১১ মে। 

দলের পক্ষ থেকে বলা হয়, ‘ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে সাকিব দুই দিনের ছুটি নিয়েছেন। মঙ্গলবার রাতে দেশে ফেরার কথা রয়েছে। এরপর দলের সঙ্গে যোগ দেবেন।’

দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

ক'রো'নাভাই'রাসের প্র'কোপ কমায় এই সিরিজে থাকছে না কোনো বায়োবাবল। করোনা টেস্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বোর্ড। তবে ক্রিকেটারদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিসিবির মেডিক্যাল বিভাগ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে