স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে ও বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে দল থেকে ছিটকে গেলেন খোদ জিম্বাবুয়ে অধিনায়ক। টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়ানোর আগে টস করতে আসেন মাশরাফি বিন মতুর্জা ও মাসাকাদজা।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিতেও মাঠে দেখা যায় মাসাকাদজাকে। ইনজুরির কারণে এ ম্যাচে খেলছেন না জিম্বাবুয়ে দলের নিয়মিত অধিনায়ক এল্টন চিগুম্বুরার।
তার আকস্মিক ইনজুরির কারণে বাদ পড়েছেন তিনি। একই সাথে ৩টি পরিবর্তন নিয়ে মাশরাফিদের সাথে লড়াইয়ে নামে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা ও লুক জোঙ্গে বাদ পড়েছেন একাদশ থেকে।
রিচমন্ড মুতুমবামি, নেভিল মাদজিভা ও তাউরাই মুজারাবানি একাদশে সুযোগ পান নতুন করে। জিম্বাবুয়ে দলে পরিবর্তন আসলেও বাংলাদেশ দলে নেই কোনো পরিবর্তন। অপরিবর্তিত দল নিয়ে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে লড়ে যাচ্ছে বাংলাদেশ টিম।
১৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর