স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিকেল তিনটায় শুরু হয় ম্যাচটি।
বাংলাদেশে হয়ে ওপেনিংয়ে নামেন ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল সৌম্য সরকার । শুরুতেই দু’জনের দায়িত্বশীল ব্যাটিংয়ে তরতর করে বাড়তে থাকে টাইগারদের রানের চাকা। কিন্তু দলীয় ৪৫ রানের মাথায় ক্যাচ তুলে দিয়ে সাজ ঘরে ফেরেন তামিম। মাঠ ছাড়ার আগে তামিমের ব্যাট থেকে আসে ১৭ বলে ২৩ রান।
গত ম্যাচের ন্যায় এ ম্যাচেও দলের হাল ধরেছেন সাব্বির।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার ব্যক্তিগত সংগ্রহ ২৩ বলে ৩৪ রান।
প্রসঙ্গত, গত ম্যাচে দলের প্রয়োজনীয় মুর্হূতে ৩৬ বলে হার না মানা ৪৬ রানের ইনিংসে খেলেন তিনি।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, শুভাগত হোম, কাজী নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। এল্টন চিগুম্বুরার পরিবর্তে আজকের ম্যাচে অধিনায়কত্ব করছেন হ্যামিল্টন মাসাকাদজা। বাদ পড়েছেন লুক জংওয়ে ও সিকান্দার রাজা। তাদের পরিবর্তে এই ম্যাচে দলে ঠাই পেয়েছেন রিচমন্ড মুতুম্বামি ও নেভিল মাদজিভা।
জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ভুসি সিবান্দা, পিটার মুর, সেন উইলিয়াস, রিচমন্ড মুতুম্বামি, ম্যালকম ওয়ালার, তাউরাই মুজারাবানি, নেভিল মাদজিভা, ব্রিয়ান ভিটোরি, ওয়েলিংটন মাসাকাদজা ও গ্রায়েম ক্রেমার।
১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর