বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ১২:৫৮:০৬

ওয়ার্নারের কথায় যথার্থ প্রমাণিত হলো

ওয়ার্নারের কথায় যথার্থ প্রমাণিত হলো

স্পোর্টস ডেস্ক: রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলের প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে দিল্লি ক্যাপিটালস। গতরাতে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটের জয় পেয়েছে দিল্লি। রান তাড়ায় সবচেয়ে বড় ভূমিকা ছিল অজি অলরাউন্ডার মিচেল মার্শের। ম্যাচ শেষে তাকে প্রসংশায় ভাসিয়েছেন সতীর্থ ডেভিড ওয়ার্নার।

রান তাড়া করতে নেমে শূন্য রানেই শ্রীকার ভারতকে হারায় দিল্লি। এরপর ১৪৪ রানের জুটি গড়েন মার্শ ও ওয়ার্নার। ৬২ বলে ৮৯ রানের ইনিংস খেলে মার্শ সাজঘরে ফিরলেও ৪১ বলে ৫২ রানের ইনিংস খেলে দলকে জিতিছে মাঠ ছাড়েন ওয়ার্নার।

মার্শের স্তুতি গেয়ে ওয়ার্নার বলেন, ‘মার্শ দারুণ ব্যাটিং করেছে। শুরু থেকেই ইতিবাচক ছিল সে। আমি মার্শকে বলেছিলাম, তুমি যদি ৮০-৯০ রান করতে পারে, তাহলেই ম্যাচটি আমরা জিতে যাব। ’

ওয়ার্নারের কথায় যথার্থ প্রমাণিত হলো।  এই জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থান ধরে রেখেছে দিল্লি। তাদের নেট রানরেট +০.২১০। ওয়ার্নার বুঝতে পেরেছিলেন বেশি বল বাকি থাকতে ম্যাচ জিততে পারলে নেট রানরেট ভালো হবে। সেই চেষ্টা করেছিলেন তাঁরা। ওয়ার্নার বলেন, ‘সেরা চারের মধ্যে থাকতে হলে নেট রানরেট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাই চেষ্টাই করছে। এই জয়টা খুব প্রয়োজন ছিল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে