স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের বিশ্ব বালক সাকিব হাসানকে নিয়েই প্রতিবেদন। অসংখ্য রেকর্ডের মালিক সাকিব আল হাসান এবার ব্যাট হাতে কালবৈশাখী ঝড়ের ন্যায় তাণ্ডব সৃষ্টি করলেন।
সাকিব আল হাসানের কীর্তিতে অবদান রয়েছে মাশরাফি বিন মতুর্জা এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও। আসন্ন বিশ্বকাপে সাকিব আল হাসান দ্রুত রান তোলার কাজে ব্যবহার করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সে হিসাবে ছয় নম্বরে ব্যাট করতে নামানো হয় সাকিব আল হাসানকে। বিসিবির পরিকল্পনা একদম পারফেক্ট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় ম্যাচেও ছয় নম্বরে ব্যাট হাতে মাঠে নামেন তিনি।
সাকিব আল হাসানের ব্যাটে ছিল রীতিমত টর্নেডো। ১৭ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে সাকিব তার ভক্তদের স্বাগত জানিয়ে প্রমান করলেন তিনিই পারফেক্ট এই অবস্থানে ব্যাট করার জন্য।
সাকিবের দেয়া লেজের ধাক্কায় (শেষের চমক) বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৭ রান। প্রথম ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও জয় পাওয়ার জন্য মাঠে লড়ছেন। বাংলাদেশ-জিম্বাবুয়ের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সাব্বির অবশ্য ৪৩ রান নিয়ে সাকিবের সাথে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
অন্যদের মধ্যে ব্যাট হাতে তামিম ২৩, সৌম্য ৪৩ ও মুশফিক ২৩ রান করেন। দ্বিতীয় ম্যাচে জয় পেতে উজ্জ্বীবিত গোটা টাইগার শিবির। বল হাতেও চমক দেখানোর অপেক্ষায় সাকিব।
১৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর