রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ০৪:৫৫:৫২

আহত হয়ে মাঠ ছাড়লেন মুশফিক

আহত হয়ে মাঠ ছাড়লেন মুশফিক

স্পোর্টস ডেস্ক: রোবাবার খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে আহত হয়ে ক্রিজ ছাড়লেন মুশফিকুর রহীম। ১৬তম ওভারের শেষ বলে জিম্বাবুয়ে স্পিনার গ্রায়েম ক্রেমারের বলে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে ক্র্যাম্পে আক্রান্ত হন বাংলাদেশের  এ টপঅর্ডার ব্যাটসম্যান।

এসময় মুশফিক অপরাজিত ছিলেন ব্যক্তিগত ২৩ রানে। পরে সাব্বির-সাকিবের জুটিতে ১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৪৯/৩-এ। এরপর বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১৬৭ রান সংগ্রহ দাড় করান।

চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে চার উইকেটে জয় দেখেছে টাইগাররা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে স্বাগতিকরা।
১৭ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে