রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ০৫:৩০:০২

শচীনের সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি

শচীনের সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : গুজব নয়, মাঠের যোগ্যতায় চীন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ম্যাচে দেখা গেল কোহলি কাণ্ড।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৭ রান করে দ্রুততম সাত হাজার রানের রেকর্ড গড়ার সাথে শচীনকে বিশেষ যায়গায় টপকে যান বিরাট কোহলি। মাত্র ১৬৬ ম্যাচ খেলে এই রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি৷

১৬৬ টি ম্যাচ খেলে দ্রততম ২৪ টি সেঞ্চুরি করার রেকর্ড এখন কোহলির দখলে। এই সেঞ্চুরির সুবাধে সচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, সৌরভ গাঙ্গুলি, জ্যাক কালিস, রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়ের মতো বিখ্যাতদের টপকে গেলেন বিরাট কোহলি৷

ক্রিকেট জীবনের শুরুতেই দুরন্ত প্রতিভার পরিচয় দিয়েছিলেন ভারতের টেস্ট অধিনায়ক৷ তারপর থেকে একের পর এক ম্যাচে ডানা মেলে উড়েছেন বিরাট৷

তবে কোহলির দিনে কপালমন্দ ভারতীয় টিমের। কেননা ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে দুই ম্যাচ হাতে রেখে এরই মধ্যে সিরিজ জিতেছে অসিরা।
 ১৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে