স্পোর্টস ডেস্ক: খুলনায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টাইগাদের ছুয়ে দেয়া ১৬৮ রানের টার্গেটে ব্যাটিং করছে সফরকারী জিম্বাবুয়ে। মাশরাফি জিম্বাবুয়ের ওপেনার সিবান্দাকে ফিরিয়ে দেওয়ার পর সাব্বির বোলিং আক্রমণে এসে ফিরিয়ে দেন আরেক ওপেনার মাসাকাদজাকে (৩০)।
এই রিপোর্ট লেখা পযন্ত ১২ ওভারে চার উইকেটে ৭১ রান তুলেছে সফরকারীরা।যালকম ওয়ালার ২ ও পিটার মুর শুন্য রান নিয়ে ব্যাট করছেন। এর আগে সাব্বির রহমান ও সৌম্য সরকারের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৬৭ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে সাব্বির ও সৌম্য- দুজনই ৪৩ রান করেন। ৩০ বলে ৩টি ছক্কা ও এক চারে ৪৩ রানে অপরাজিত ছিলেন সাব্বির। আর সৌম্য ৩৩ বলে ৩টি ছক্কা ও ৪টি চারে ৪৩ রান করে আউট হন।
১৭ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস