স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারের নিজেদের আগের রেকর্ডকে স্পর্শ করলো টাইগাররা।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৬৭ রানের ইনিংসে ছিল ৮টি ছক্কা। এর আগে দুই দফায় ৮টি ছক্কা মেরেছিল বাংলাদেশ।
২০১৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের ১৮৯ রানের ইনিংসে ছিল ৮টি ছক্কা। অপরটি ২০১৪ সালে বিশ্বাকাপে নেপালের বিপক্ষের ম্যাচে।
১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর