স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেয়া ১৬৮ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে বিধ্বংসী রুপে খেলতে দেখা যায় জিম্বাবুয়ে দলের দুই ওপেনারকে।
কিন্তু দলীয় ৫০ রানের মাথায় টাইগার দলের অধিনায়ক মাশরাফির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সিবান্দা। এর পর সাব্বির রহমানের জোড়া আঘাত ও শুভাগত হোমের ১ উইকেটে খানিকটা রানের গতি থেমে যায় সফরকারীদের।
বর্তমানে সফরকারীদের হয়ে দলের জন্য লড়ে যাচ্ছেন ওয়ালার (২৯) এবং মুর (৮)।
প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ে দলের স্কোর দাঁড়ায় ১৫.১ ওভারে ১০৫ রান । উইকেট পড়েছে ৪ টি।
১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর