স্পোর্টস ডেস্ক: রোববার হ্যামিল্টনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে গাপটিল-উইলিয়ামসনের ব্যাটে উড়ে গেল পাকিস্তান। তবে এদিন গাপটিল-উইলিয়ামসনের ১৭১ রানের জুটি দিয়ে বিশ্বরেকর্ড গড়ছেন নিউজিল্যান্ড ক্রিকেট টিম।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড এখন গাপটিল-উইলিয়ামসনের অধিকারে। তারা দুই ১৭১ রানের জুটি দিয়ে ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও লুটস বসম্যানের রেকর্ড।
২০০৯ সালে সেঞ্চুরিয়নের ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস উদ্বোধন করতে এসে ১৭০ রানের জুটি গড়েছিলেন স্মিথ-বসম্যান। এত দিন যে কোনো জুটিতে সেটিই ছিল সর্বোচ্চ রান।
টি-টোয়েন্টিতে যে কোনো জুটিতে নিউ জিল্যান্ডের আগের সর্বোচ্চও ছিল গাপটিল-উইলিয়ামসনের অধিকারে। ২০১২ সালে অকল্যান্ডে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় উইকেটে ১৩৭ রানের জুটিতে সেই রেকর্ড গড়েছিলেন তারা। এছাড়াও ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩০ রানের জুটি গড়েছিলেন ম্যাককালাম-রাইডার।
এত দিন টি-টোয়েন্টিতে সেটাই ছিল নিউ জিল্যান্ডের সবচেয়ে বড় উদ্বোধনী জুটি। রোববার পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে অপরাজিত থাকেন গাপটিল। তার ৫৮ বলের ইনিংসটি গড়া ৯টি চার ও ৪টি ছক্কায়। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান উইলিয়াসন খেলেন ৭২ রানের আরেকটি চমৎকার ইনিংস। তার ৪৮ বলের ইনিংসটি ১১টি চার সমৃদ্ধ। এই জুটিতে দুই জন রান তুলেছেন সমান তালে। দুই জনেরই স্ট্রাইক রেট ছিল ১৫০ করে।
১৭ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস