মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ০৮:৩৬:০৬

একমাত্র দল হিসেবে সবার আগে এমনটি করতে পারল গুজরাট টাইটান্স!

 একমাত্র দল হিসেবে সবার আগে এমনটি করতে পারল গুজরাট টাইটান্স!

স্পোর্টস ডেস্ক: রানের পুঁজি নিয়েও দারুণভাবে ম্যাচে ফিরে এল দিল্লি ক্যাপিটালস। পঞ্জাব কিংসকে ১৭ রানে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে টপকে উঠে এল লিগ টেবিলের চার নম্বরে। 

একই সঙ্গে জমিয়ে দিল প্লে অফের লড়াই। গুজরাট টাইটান্স প্লে অফে খেলা নিশ্চিত করেছে, একমাত্র দল হিসেবে সবার আগে এমনটি করতে পারল তারা। বাকি কোন তিনটি দল শেষ চারে যাবে, এখনও চূড়ান্ত নয়।

প্লে অফের ছাড়পত্রের জন্য দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংসের কাছে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সামনে কম রানের লক্ষ্য নিয়েও ব্যাটারদের ব্যর্থতায় হেরে প্লে অফের লড়াই থেকে কার্যত ছিটকে গেল পঞ্জাব কিংস। 

জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপর চাপ বাড়াল দিল্লি ক্যাপিটালস। দুরন্ত বোলিং করে দলকে জয় এনে দিলেন কুলদীপ যাদবরা।

ব্যাটারদের ব্যর্থতায় এদিন পঞ্জাব কিংসের সামনে বড় রানের লক্ষ্য দিতে পারেনি ঋষভ পন্থের দল। নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ১৫৯/৭। ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল পঞ্জাব কিংস। 

৩.৪ ওভারে তুলে ফেলে ৩৮। এরপরই ধাক্কা। জনি বেয়ারস্টকে তুলে নেন এনরিখ নরটিয়ে। ১৫ বলে ২৮ রান করেন বেয়ারস্ট। ২ ওভার পরেই ভানুকা রাজাপক্ষেকে (৪) শার্দুল ঠাকুর। 

একই ওভারে তুলে নেন শিখর ধাওয়ানকে (১৬ বলে ১৯)। এরপরই ধস নামে পঞ্জাব ইনিংসে। একে একে ফিরে যান মায়াঙ্ক আগরওয়াল (০), লিয়াম লিভিংস্টোন (৩), হরপ্রীত ব্রার (১), ঋষি ধাওয়ান (৪)। ৮২ রানের মধ্যে ৭ উইকেট হারায় পঞ্জাব কিংস। 

সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে তোলে ১৪২/৯। জিতেশ শর্মা করেন ৪৪, রাহুল চাহার ২৪ রান করে অপরাজিত থাকেন। ৩৬ রানে ৪ উইকেট নেন শার্দূল ঠাকুর।

এদিন টস জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠান পঞ্জাব কিংস অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় দিল্লি ক্যাপিটালস। আউট হন ডেভিড ওয়ার্নার (‌০)‌। চলতি আইপিএলে তিনি প্রথমবার গোল্ডেন ডাকের শিকার। 

সরফরাজ খান (১৬ বলে ৩২) ওপেন করতে নেমে ঝড় তোলেন। ২১ বলে ২৪ রান করেন ললিত। ১১২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। মিচেল মার্শের লড়াকু ব্যাটিং দিল্লিকে ১৫৯/৭ রানে পৌঁছে দেয়। ৪৮ বলে ৬৩ রান করেন মার্শ। ২৭ রানে ৩ উইকেট নেন লিয়াম লিভিংস্টোন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে