বুধবার, ১৮ মে, ২০২২, ১২:৩৭:৪৭

বড় লজ্জা নিয়ে মাঠ ছাড়ল মুম্বই ইন্ডিয়ান্স!

বড় লজ্জা নিয়ে মাঠ ছাড়ল মুম্বই ইন্ডিয়ান্স!

স্পোর্টস ডেস্ক: বড় লজ্জা নিয়ে মাঠ ছাড়ল মুম্বই ইন্ডিয়ান্স! মুম্বই ইন্ডিয়ান্সকে ৩ রানে হারাল সানরাইজার্স হায়দরাবাদ। চলতি IPL টা তাড়াতাড়ি ভুলতে চাইবেন মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটাররা। 

ইতিহাসের অন্যতম খারাপ মরশুম তাদের। খাতায় কলমে অনেকদিন আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে তারা। এখন নিয়মরক্ষার ম্যাচ খেলতে হবে।

এরপর মুম্বইয়ের উইকেট পতনের যেন লাইন পড়ে যায়। তিলক বর্মা (৮), ড্য়ানিয়েল স্যামস (১৫), স্টাব (২), কেউই বেশি রান করতে পারেননি। তবে একমাত্র উজ্জ্বল হয়ে উঠলেন টিম ডেভিড। তিনি ১৮ বলে ৪৬ রান করে দলের মুখ কিছুটা রক্ষা করেন।

রোহিত শর্মা আউট হতেই ফিরলেন ঈশান কিষানও। ১২.৩ ওভারে উমরান মালিকের বলে প্রিয়ম গর্গের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তিনি। ঈশান ৪৩ রান করলেন।

হাফসেঞ্চুরি মিস করলেন রোহিত শর্মা। ১১.৪ ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে ডিপ মিড উইকেটে সূচিথের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে গেলেন। মাত্র ২ রানের জন্য অর্ধশতরান করতে পারলেন না।

১০ ওভারে মুম্বইয়ের স্কোর ৮৯/০। রোহিত শর্মা ৪৩ এবং ঈশান কিষান ৩৭ রানে ব্যাট করছেন। ৫ ওভারে মুম্বইয়ের স্কোর ৪৫/০। রোহিত শর্মা ২৪ এবং ঈশান কিষান ২০ রানে ব্যাট করছেন।

মুম্বই ইন্ডিয়ান্সকে ১৯৪ রানের টার্গেট দিল সানরাইজার্স হায়দরাবাদ। ইনিংসের শেষ বলে বোল্ড হয়ে গেলেন ওয়াশিংটন সুন্দর। নির্ধারিত ২০ ওভারে হায়দরাবাদ ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করেছে।

অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করলেন প্রিয়ম গর্গ। ২৬ বলে ৪২ রান করলেন তিনি। ১০.৫ ওভারে তাঁকে কট অ্যান্ড বোল্ড করলেন রমনদীপ সিং।

৩.২ ওভারে ড্যানিয়েল স্যামসের বলে মার্ণ্ডেয়র হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন অভিষেক শর্মা। তিনি মাত্র ৯ রান করলেন। টসে জিতল মুম্বই ইন্ডিয়ান্স, প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: কেন উইলিয়ামসন, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মারক্রাম, নিকোলাস পুরান, শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর, মার্কো জেনসন, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: ঈশান কিষান, রোহিত শর্মা, তিলক বর্মা, রমনদীপ সিং, ত্রিস্তান স্টাবস, টিম ডেভিড, হৃত্বিক শকিন, ড্যানিয়েল স্যামস, কুমার কার্তিকেয়, জসপ্রীত বুমরাহ, রেলি মারডিথ

পরপর পাঁচ ম্যাচ জেতা সানরাইজার্স এখন পরপর পাঁচ ম্যাচ হেরে বসে আছে। আজকের ম্যাচে স্টেডিয়াম সানরাইজার্সের পক্ষে থাকবে না। চলতি মরশুমে সানরাইজার্স এখনও পর্যন্ত ওয়াংখেড়েতে একটাও ম্যাচ জেতেনি।

মুম্বইয়ের এই ম্যাচে বেশি ভাবার কিছু নেই। দলের সবাইকে প্রায় ঘুরিয়ে ফিরিয়ে দেখা হয়ে গেছে। সাফল্য কেউ পাননি। খানিকটা একই ছবি সানরাইজার্সেরও। ফলে এক সময়ে অপ্রতিরোধ্য দল এখন জয়ের জন্য ধুঁকছে।

বর্তমানে সানরাইজার্স রয়েছে অষ্টম স্থানে। ১২ ম্যাচ খেলে পাঁচটা জিতে তাদের মোট পয়েন্ট ১০। প্লে অফের একটা ক্ষীণ আশা বেঁচে রয়েছে। যদিও পরপর পাঁচ ম্যাচ হারা দলের পক্ষে সেটা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন থাকছেই। তিন সপ্তাহ আগে শেষবার জয়ের মুখ দেখেছিল সানরাইজার্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে