মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১০:১২:৩৮

মাত্র ২৭ রানে অলআউট, টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন

মাত্র ২৭ রানে অলআউট, টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন

স্পোর্টস ডেস্ক : মাত্র তিন দিনের মধ্যেই শেষ হলো কিংস্টন টেস্ট। এতে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। এদিন মাত্র ২৭ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। এটি টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন।

সিরিজের তৃতীয় টেস্টে ২০৪ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। তবে মাত্র ১৪.৩ ওভারেই ২৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম অভারেই ৩ উইকেট তুলে নেন মিটেল স্টার্ক। এতেই শুরু হয় ধস। শেষ পর্যন্ত একাই শিকার করেন ৬ উইকেট। এর পাশাপাশি ইতিহাসের অংশ হয়েছেন স্কট বোল্যান্ডও। টেস্টের মাত্র দশ বোলার হিসেবে তিনি হ্যাট্রটিক করেছেন।

টেস্টে সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ড রয়েছে। ৭০ বছর আগে ১৯৫৫ সালে অকল্যান্ড টেস্টে নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড এমন স্কোর পায়। এর আগে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন ৪৭ রানে অলআউট হওয়ার নজির ছিল। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচও হয়েছিল জ্যামাইকার মাঠে।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১২১ রানে, ওয়েস্ট ইন্ডিজের সামনে ২০৪ রানের লক্ষ্য। কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই স্টার্কের পেস আক্রমণে ভেঙে পড়ে স্বাগতিকরা।

এর আগে, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২২৫ রান, যেখানে স্টিভেন স্মিথ ৪৮ ও ক্যামেরন গ্রিন ৪৬ রান করেন। শামার জোসেফ নেন ৪ উইকেট, সিলস ও গ্রেভসের শিকার যথাক্রমে ৩টি করে উইকেট নেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে