বুধবার, ১৮ মে, ২০২২, ১২:৫৯:০৪

শোয়েবের বোলিং অ্যাকশন নিয়ে শেবাগের মারাত্মক মন্তব্য

শোয়েবের বোলিং অ্যাকশন নিয়ে শেবাগের মারাত্মক মন্তব্য

স্পোর্টস ডেস্ক: ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ পাকিস্তানি পেসার শোয়েব আখতারের অ্যাকশন নিয়ে মারাত্মক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, শোয়েব আখতার বল ছুঁড়তেন এবং তিনি এটা ইচ্ছা করেই করতেন।

শেবাগ বলেন, "শোয়েব জানে যে সে তার কনুই ভাংত, সে জানত সেও চাক করছে"। তাহলে তো আইসিসি তাকে নিষিদ্ধ করত। এই প্রশ্নে তিনি বলেছেন ব্রেট লির হাত সোজা নেমে এসেছে, তাই বল পিক করা সহজ ছিল। কিন্তু শোয়েবের হাত আপনি কখনই অনুমান করতে পারবেন না, বুঝতেই পারবেন না যে হাত এবং বল কোথা থেকে আসবে।

সেই কারনেই বোঝা যায়নি। বীরু যোগ করেন, "আমি কখনই ব্রেট লির মুখোমুখি হতে ভয় পাইনি, কিন্তু শোয়েবের ক্ষেত্রে আমার অসুবিধা হত। আমার মনে এই চিন্তাটা থাকত যদি আমি তাকে দুইবার চার মারি তাহলে আমার মাথায় আসত পরের বল হয় বিমার আসবে নয়তোবা একটা কড়া ইয়র্কার আসবে।" 

মোটামুটি শোয়েবকে পিক করতে শেবাগকে হাত দেখে নয় খেলতে হত মাইন্ড রিড করে। শেবাগ-শোয়েব যুদ্ধ নতুন কিছু নয়। মাঠের মধ্যেও যেমন এই যুদ্ধ হয়েছে, মাঠের বাইরেও এই লড়াই হয়েছে। অবসর নেওয়ার পরও বিভিন্ন সময় টুইটার ও কমেন্ট্রি বক্সেও এই লড়াই দেখা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে