স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ সিরিজের প্রথম দু’ম্যাচে অপরিবর্তীত দল নিয়ে সাফল্য পেয়েছে বাংলাদেশ টাইগার দল। তবে সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত ১৪ সদস্যের দলে সুযোগ মেলেনি দেশের ফিনিসার খ্যাত নাসির হোসেনের।
বিশ্রামে নেয়া হয়েছে মুস্তাফিজ-আল আমিন ও শুভাগত হোমকে। এই তিন জনের জায়গায় ডাক পেয়েছেন পেসার মোহাম্মদ শহীদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও মুক্তার আলী।
টাইগার ভক্তরা ভাবনা চলতি সিরিজে হয়তো কোন এক ম্যাচে সুযোগ মেলতে পারে তাদের প্রিয় নাসিরের। কিন্তু বিসিবির সিদ্ধান্তের কাছে হার মানতে হলো তাদের।
খুলনাতেই ২০ ও ২২ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে পরের দুই টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আরাফাত সানি, নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদ, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত ও মুক্তার আলী।
৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর