শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ০৯:৩৯:১১

৩-০ গোলে জিতে সুপারকোপার ফাইনালে রিয়াল

 ৩-০ গোলে জিতে সুপারকোপার ফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক : বছরের শুরুতেই ফুটবলভক্তদের জন্য সুখবর। স্প্যানিশ সুপারকোপার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ক্লাব ফুটবলের দুই পরাশক্তি দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বিশ্বব্যাপী এই দুই দলের লড়াই এল ক্লাসিকো নামেই ব্যাপক পরিচিত। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি।

গতকাল বৃহস্পতিবার সুপারকোপার সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে রিয়াল। আগের দিন বুধবার প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারিয়ে সেরা দুইয়ে জায়গা করে নিয়েছিল বার্সা।

ভক্তরা আগে থেকেই প্রার্থনা করে আসছিলেন গতকালের ম্যাচে যেন রিয়াল জিতে যায়। কেননা রিয়াল জিতলেই নতুন প্রথম বড় কোনো শিরোপা জেতার লড়াইয়ে জমজমাট ম্যাচ দেখতে পারবেন তারা। শক্তিমত্তা বিবেচনায় রিয়ালেরই জয় পাওয়ার কথা। সমর্থকদের প্রার্থনার কারণেই বোধহয় এতটা সহজ জয় পেয়েছে লস ব্লাঙ্কসরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে