বুধবার, ১৮ মে, ২০২২, ০৬:৩১:১৬

সফরকারীদের দুটি ধাক্কাই দিয়েছেন তাইজুল! রানে এগিয়ে বাংলাদেশ

সফরকারীদের দুটি ধাক্কাই দিয়েছেন তাইজুল! রানে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের চেয়ে ২৯ রানে পিছিয়ে থেকে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষ করল সফরকারী শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে লঙ্কানরা। এরপর ২ উইকেটে ৩৯ রান তোলার পর চতুর্থ দিনের খেলা শেষ হয়। শ্রীলঙ্কা আজ ব্যাট করেছে মোট ১৭.১ ওভার।

দলপতি দিমুথ করুণারত্নে ১৮ রানে অপরাজিত আছেন। সফরকারীদের দুটি ধাক্কাই দিয়েছেন তাইজুল ইসলাম। প্রথমে ওশাদা ফার্নান্ডোকে করেছেন রানআউট, আর পরে বোল্ড করেছেন লাসিথ এম্বুলদেনিয়াকে।

এর আগে, শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। তামিম ইকবালের ১৩৩, মুশফিকুর রহিমের ১০৫, লিটন দাসের ৮৮ ও মাহমুদুল হাসান জয়ের ৫৮ রানে ভর করে এই সংগ্রহ পায় বাংলাদেশ।

৩ উইকেটে ৩১৮ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। লাঞ্চের আগে টাইগাররা কোনো উইকেট না হারালেও লাঞ্চের পর প্রথম বলেই লিটনকে ফেরান কানকাশন সাব কাসুন রাজিথা। 

১২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় লিটনের। এরপর মাঠে নামেন গতকাল রিটায়ার্ড হার্ট হওয়া তামিম ইকবাল। তবে ১৩৩ রানের সঙ্গে আর কিছু যোগ করতে পারেননি তিনি, বোল্ড হয়ে গেছেন ওই রাজিথার বলে।

এরপর মুশফিকের সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন সাকিব। ২৬ রান করে সাকিবের বিদায়ের পর সাজঘরে ফেরেন টেস্টে পাঁচ হাজারি ক্লাবের সদস্য হওয়া মুশফিকও। শেষদিকে ২০ রানের ইনিংস খেলেন তাইজুল ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে