স্পোর্টস ডেস্ক: চার ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও টাইগারদের কাছে পাত্তা পেল না সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট টিম। রোববার খুলনায় শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪২ রানের বিশাল ব্যবধানে জয় তুল নিয়েছেন মাশরাফি বাহিনীরা। ফলে চার ম্যাচ টি-টোয়েন্টির সিরিজের ২-০ এতে এগিয়ে গেল বাংলাদেশ।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সাব্বির রহমান ও সৌম্য সরকারে নৈপুণ্যে ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। ব্যাট হাতে ৩০ বলে অপরাজিত ৪৩ রানের পর হাত ঘুরিয়ে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক সাব্বির রহমান।
বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট দকল করে নিয়েছেন সাব্বির রহমান এবং দুইটি উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন অধিনায়ক মাশরাফি, আল আমিন শুভাগত হোম।
১৭ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস