স্পোার্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় ম্যাচে ২টি করে উইকেট তুলে নেন সাতক্ষীরার বিস্ময় মুস্তাফিজুর রহমান।
তবে জানা যায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টিতে থাকছেন না তিনি। এছাড়া দলে পরিবর্তন আনা হয়েছে তিনটি।
মুস্তাফিজ ছাড়া আল আমিনকেও বিশ্রাম দেয়া হয়েছে। বাদ পড়েছেন শুভাগত হোম। এই তিন জনের জায়গায় ডাক পেয়েছেন পেসার মোহাম্মদ শহীদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও মুক্তার আলী।
খুলনাতেই ২০ ও ২২ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে পরের দুই টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আরাফাত সানি, নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদ, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত ও মুক্তার আলী।
১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর