স্পোর্টস ডেস্ক: রোববার খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে আহত হয়ে ক্রিজ ছাড়লেন মুশফিকুর রহীম। ১৬তম ওভারের শেষ বলে জিম্বাবুয়ে স্পিনার গ্রায়েম ক্রেমারের বলে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে ক্র্যাম্পে আক্রান্ত হন বাংলাদেশের এ টপঅর্ডার ব্যাটসম্যান। টিম সূত্রে জানা গেছে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মুশফিক। এই মুহূর্তে সেই স্থানে বরফ দিয়ে রাখা হয়েছে।
তবে মুশফিকের সার্বিক অবস্থা নিয়ে জানা যাবে ম্যাচের পরই। আর এই ম্যাচে আর মাঠে নামা হয়ে উঠেনি। তার জায়গায় ফিল্ডিং করছেন ইমরুল কায়েস। মুশফিকের ইনজুরির দিনে ৪২ রানের বিশাল জয় তুলে নিয়েছেন বাংলাদেশ। এই জয়ের ফলে জিম্বাবুয়ে বিপেক্ষ চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ২-০ এতে এগিয়ে গেল মাশরাফি বাহিনী।
১৭ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস