স্পোর্টস ডেস্ক: রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৬৭ রানের ইনিংসে ছিল ৮টি ছক্কা। সৌম্য সরকার ও সাব্বির রহমান মেরেছেন তিনটি করে ছক্কা। তামিম ইকবাল ও সাকিব আল হাসান একটি করে।
এই ছক্কার ঝলকে চার ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও টাইগারদের কাছে পাত্তা পেল না সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট টিম। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪২ রানের বিশাল ব্যবধানে জয় তুল নিয়েছেন মাশরাফি বাহিনীরা। ফলে চার ম্যাচ টি-টোয়েন্টির সিরিজের ২-০ এতে এগিয়ে গেল বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে এক ইনিংসে বাংলাদেশের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটিই। এর আগে দুই দফায় ৮টি ছক্কা মেরেছিল বাংলাদেশ। এর আগে ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২০১৪ সালে নোপালের বিপক্ষে।
২০১৩ সালে তিনটি ছক্কা মেরেছিলেন মাহমুদউল্লাহ। আর একটি করে মেরেছিলেন জিয়াউর রহমান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম ও সোহাগ গাজী। আর ২০১৪ নেপালের বিপক্ষে ৪টি ছক্কা মেরেছিলেন সাকিব আল হাসান; এনামুল হক দুটি। একটি করে তামিম ইকবাল ও সাব্বির রহমান।
১৭ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস