স্পোর্টস ডেস্ক: আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন স্টুয়ার্ট ব্রড। আর পতন হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট বোলার র্যাঙ্কিংয়ের দেখা ম্যাচে ৯ উইকেট নিয়ে ২৭ পয়েন্ট পাওয়া এই পেসার এখন অশ্বিনের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে আছেন। তৃতীয় টেস্ট শুরুর আগে ৮৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিলেন ২৯ বছর বয়সী ব্রড।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ইংল্যান্ডের ৭ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান ছিল ব্রডের। প্রথম ইনিংসে ৮২ রানে দুই উইকেট নেন এই পেসার। দ্বিতীয় ইনিংসে ১৭ রানে ৬ উইকেট নিয়ে তিনি প্রায় একাই গুঁড়িয়ে দেয় স্বাগতিকদের।
ব্রড (৮৮০), অশ্বিনের (৮৭১) চেয়ে খানিকটা পিছিয়ে তিন নম্বরে আছেন চোটে পড়া দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন (৮৫০)। ব্রডের আগে ইংল্যান্ডের বোলার হিসেবে সর্বশেষ ২০০৪ সালে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন স্টিভ হার্মিসন। তার আগে ১৯৮০ সালে শীর্ষে উঠেছিলেন অলরাউন্ডার ইয়ান বোথাম
১৭ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস