স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য রবিবার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার মোহাম্মদ শহীদ, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও মুক্তার আলী।
রোববার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচটি ২০ জানুয়ারি এবং চতুর্থ ও শেষ ম্যাচটি ২২ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। আগের দুটি টি-টোয়েন্টি ম্যাচে প্রথম বারের মতো সুযোগ পাওয়া ৩ ক্রিকেটাররের মধ্যে ২ জন পরের দুটি ম্যাচে স্কোয়াডে রয়েছেন। শুভাগত হোম চৌধুরী বাদ পড়েছেন পরের দুটি টি-টোয়েন্টি ম্যাচ থেকে।
এছাড়া কাটার খ্যাত মুস্তাফিজ ও পেসার আল আমিনকে দলের বাইরে রেখে শেষ দুটি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। মূলত এশিয়া কাপের আগে পরীক্ষা-নিরীক্ষার করে সেরা কম্বিনেশন দাঁড় করানোর লক্ষ্যেই এমন স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। উল্লেখ্য, প্রথম বারের মতো দল সুযোগ পাওয়া ওই তিন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে ৩ ফরম্যাটের হয়ে খেলছেন।
১৪ সদস্যের স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মুক্তার আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদ ও আরাফাত সানি।
১৭ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস