রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ১১:০৪:৫৫

জিম্বাবুয়ে বিপক্ষে বাকি ম্যাচগুলো আর খেলতে পারবেন না মুশফিক

জিম্বাবুয়ে বিপক্ষে বাকি ম্যাচগুলো আর খেলতে পারবেন না মুশফিক

স্পোর্টস ডেস্ক: জিম্বাুয়ের সিরিজের বাকি ম্যাচগুলো আর খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। রোববার খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে গ্রায়েম ক্রেমারের বলে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে ক্র্যাম্পে আক্রান্ত হন বাংলাদেশের  এ টপঅর্ডার ব্যাটসম্যান। তার বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।

 

রোববার খেলা শেষে বাংলাদেশ ক্রিকেট বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। স্ক্যান করতে তাকে আগামীকাল সোমবারই ঢাকায় যেতে হচ্ছে। এ ধরনের ইনজুরি থেকে সেরে ওঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। তবে মুশিফিকের ঠিক কতদিন লাগবে তা স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পরই জানা যাবে।

 

ফলে বাংলাদেশের সংশোধিত ১৪ সদস্যের একাদশ হলো : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মুক্তার আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদ ও আরাফাত সানি।

১৭ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে