স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে হারতে হারতে এখন অনেকটাই দিশেহারা হয়েছেন ভারতীয় ক্রিকেট দল। রোববার মেলবোর্নে তৃতীয় ওয়ানডেতে ভারতীয়দের ৩ উইকেটে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্টিভেন স্মিথের দল।
এই জয়ের ফলে একটি বিশ্ব রেকর্ডও গড়েছে অস্ট্রেলিয়া। ওয়ানডেতে ঘরের মাঠে এটা তাদের টানা ১৭তম জয়। ঘরের মাঠে টানা ১৭টি ওয়ানডে ম্যাচ জয়ের রেকর্ড আর কারও নেই। অস্ট্রেলিয়া ভেঙে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার ১৬ জয়ের আগের রেকর্ডটি।
১৯৮৬ সালের মার্চ থেকে ১৯৯০ সালের এপ্রিল পর্যন্ত ঘরের মাঠে টানা ১৬টি ওয়ানডে ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। আর ১৯৯৬ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৯৮ সালের জানুয়ারি পর্যন্ত ঘরের মাঠে টানা ১৬ ওয়ানডে জিতে ওয়েস্ট ইন্ডিজের সে রেকর্ডে ভাগ বসিয়েছিল শ্রীলঙ্কা।
গত শুক্রবার ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে অনন্য এই রেকর্ডে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে ছুঁয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। আর রোববার তৃতীয় ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে ছাড়িয়ে রেকর্ডটা নিজেদের করে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
১৭ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস