রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ১১:০৮:১৯

তাসকিন ভক্তদের জন্য সুখবর

তাসকিন ভক্তদের জন্য সুখবর

স্পোটংস ডেস্ক: রোববার খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে আহত হয়ে ক্রিজ ছাড়লেন মুশফিকুর রহীম। ১৬তম ওভারের শেষ বলে জিম্বাবুয়ে স্পিনার গ্রায়েম ক্রেমারের বলে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে ক্র্যাম্পে আক্রান্ত হন বাংলাদেশের  এ টপঅর্ডার ব্যাটসম্যান। এই কারণে জিম্বাবুয়ে সিরিজের বাকি ম্যাচগুলো আর খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের।

 

এদিকে মুশফিকুর রহিমের ইনজুরি যেন আশীর্বাদ হয়েই এসেছে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের জন্য। মুশফিকুর রহিমের বদলি হিসেবে দীর্ঘদিন পর দলে ফিরেছেন তিনি।

 

উল্লেখ্য, গত বছরের জুনে তাসকিন আহমেদ সর্বশেষ টোয়েন্টি২০ ম্যাচে খেলতে নেমেছিলেন জাতীয় দলের হয়ে।

১৭ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে