রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ১১:১০:৪৯

তামিমের পরামর্শ না ধরলে আরো বড় ইনজুরিতে পড়তেন মুস্তাফিজ

তামিমের পরামর্শ না ধরলে আরো বড় ইনজুরিতে পড়তেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচের শেষ বলটি করার আগে বাঁ কাঁধে অস্বস্তি অনুভব করেন মুস্তাফিজ। অন্য হাতে নিজের কাঁধ ধরে রাখতে দেখা যায় তাকে। তামিম ইকবাল তখন ছুটে গিয়ে মুস্তাফিজকে পরামর্শ দেন মাঠ ছেড়ে যেতে।

 

মুস্তাফিজুর রহমানের চোটে কিছুটা চিন্তিত মাশরাফি বিন মুর্তজা। তবে অধিনায়কের ধারণা, সাড়া জাগানো এই পেসারের চোট গুরুতর কিছু নয়। মুস্তুাফিজের এই চোট পুরোনো। কাঁধের চোট, কনুইয়ের চোট, দুটোই আগের। এজন্যই একটা বল মাত্র বাকি থাকলেও কোনো ঝুঁকি নেইনি আমরা। তবে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে।”

 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানালেন, মুস্তাফিজ বলেই ন্যূনতম ঝুঁকি নিতে চায়নি দল। দলের বোলিং আক্রমণের মূল অস্ত্রের চোট ভাবাচ্ছে মাশরাফিকে। তবে চোট গুরুতর কিছু নয় বলে আশাবাদী অধিনায়ক।

এই মুহূর্তে অবশ্যই বিষয়টি চিন্তার। তবে  এই ইনজুরিগুলো এমনিতে গুরুতর কিছু হয় না। আশা করি, বড় কিছু নয়, ঠিক হয়ে যাবে।

 

১৭ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে