সোমবার, ২৩ মে, ২০২২, ০৪:৩৭:৫১

বিশাল আর্থিক চুক্তি করে বিপদে, বেগতিক দেখে এমবাপের বাঁচার চেষ্টা

বিশাল আর্থিক চুক্তি করে বিপদে, বেগতিক দেখে এমবাপের বাঁচার চেষ্টা

স্পোর্টস ডেস্ক: বিশাল আর্থিক চুক্তিতে পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপের চুক্তির নবীকরণ হওয়ার পর থেকেই শুরু বিতর্ক। অনিয়ম দেখিয়ে উয়েফার কাছে অভিযোগ জানালেন খোদ লা লিগা সভাপতি তেবাস।

বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, এমবাপে নাকি প্যারিসের বিখ্যাত ক্লাব পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। বাস্তবের ঘটনা ঠিক তার উল্টো। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাত হাজার কোটি টাকা চুক্তিতে তিন বছরের জন‌্য এমবাপে সই করলেন পিএসজিতেই। থেকেই যাচ্ছেন প্যারিসে। 

এরসঙ্গে চুক্তিপত্র শুধুমাত্র সই করার জন্য দেওয়া হচ্ছে ১২৫ মিলিয়ন ডলার। গোল করলে বোনাস, ট্রফি জিতলে আর্থিক সম্মানের সঙ্গে ছবি তোলার স্বত্ত্বও পাবেন। বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার এই মুহূর্তে হয়ে গেলেন এমবাপে। শুধু অর্থেই থামেননি। ফরাসি তারকা আরও কিছু শর্ত দিয়েছেন।

তবে এমবাপের বিশাল চুক্তিতে পিএসজিতে থেকে যাওয়া নিয়ে সোচ্চার হয়েছে স্পেনের লা লিগা। তারা উয়েফার কাছে অভিযোগও জানিয়েছে। রিয়ালের অধিনায়ক করিম বেনজেমা আবার আগবাড়িয়ে বলেছেন, এমবাপে বিশ্বাসঘাতক। 

নিজে টুইট করে লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস বলেছেন, “গত মরশুমে পিএসজি লোকসান করেছিল ৭০ কোটি ইউরো। তা সত্ত্বেও এমবাপের চুক্তি নবীকরণে যে বিশাল অঙ্কের বেতন–বোনাস দিচ্ছে তা এককথায় ফুটবলের অপমান।’’ 

বিশাল আর্থিক চুক্তি করে বিপদে পড়েছেন, বেগতিক দেখে এমবাপের বাঁচার চেষ্টায় স্বয়ং টুইট করেছেন রিয়াল মাদ্রিদকে নিয়ে। তিনি বলেন, আমাকে দলে নেওয়ার কথা ওরা ভেবেছিল কিন্তু তা না হওয়ায় ওরা হতাশ। সেই হতাশার কারণ খুব সহজেই আমি অনুভব করতে পারি।চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আমি ওদের বড় সমর্থক হব। 

অনেকেই বলছেন, এমবাপের এই টুইট আসলে স্পেনীয়দের ক্ষোভ প্রশমিত করার জন্যই। কারণ রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপে, এই খবর জানতেন প্রায় সবাই। রিয়ালে না গিয়ে প্যারিস সাঁ জাঁয়ে থাকার সিদ্ধান্ত নেন তিনি। আর এতেই বিতর্ক তৈরি হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে