রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ১১:১২:২৮

অলরাউন্ডার সাব্বিরকেই চান মাশরাফি

অলরাউন্ডার সাব্বিরকেই চান মাশরাফি

স্পোর্টস ডেস্ক: রোববার খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের পর দ্বিতীয় টি২০ ম্যাচেও রান পেয়েছেন সাব্বির। সাব্বিরের ৪৩ রানের ওপর ভর করে টি২০ ম্যাচে বাংলাদেশ ৪২ রানের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়েকে। দ্বিতীয় টি২০ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘সাব্বির দুটো টি২০ ম্যাচে অসাধারণ ব্যাট করেছেন। প্রথম সারির ব্যাটসম্যানরা যদি ধারাবাহিকভাবে রান করে তাহলে পরের দিকে ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করাটা আরো সহজ হয়ে যায়। তিনে ও (সাব্বির) অসাধারণ ব্যাটিং করছে।’

 

জুবায়ের হোসেন লিখনের পর বাংলাদেশ দল পেল এক নতুন এক লেগ স্পিনারের দেখা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে কম যাচ্ছেন না সাব্বির। প্রথম টি২০ ম্যাচে দুই ওভার বল করলেও সেদিন উইকেটের দেখা পাননি তরুণ এই লেগস্পিনার।

 

তবে উইকেটের আক্ষেপটা মনে আর বেশি দিন পুষে রাখতে হয়নি তাকে। রোববার ৪৩ রান করার পাশাপশি ২.১ ওভার বোলিং করে মাত্র ১১ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। তাতে করে স্বাগতিকরা দক্ষ একজন লেগ স্পিনারের টি২০ সার্ভিস বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি।

 

এ বিষয়ে স্বাগতিক অধিনায়ক বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিংয়ে জানান দিয়েছিলেন সাব্বির। দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে। তবে ও আজ ( রোববার) লেগ স্পিন বোলিংয়ে খুব ভালো করেছে। টি২০ এবং ওয়ানডেতে বাংলাদেশ দল সাব্বিরের কাছ থেকে শুধু ব্যাটিং নয় ভালো বোলিংও প্রত্যশা করবে।’

 

১৭ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে