স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে বিপক্ষে প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরও গোছানো ছিল বাংলাদেশের খেলা। তবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা উন্নতির অবকাশ দেখছেন আরও, বিশেষ করে তার দলকে আরো উন্নতের পথে নিয়ে যেতে চান।
গত শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে জিতলেও জয়ের ধরনে সন্তুষ্ট ছিলেন না অধিনায়ক। রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে জিম্বাবুয়েকে ৪২ রানে হারায় বাংলাদেশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন, এক ম্যাচ পরই যতটা উন্নতি হয়েছে দলের, তাতে খুশি তিনি। আগের ম্যাচের চেয়ে ভালো হয়েছে অবশ্যই। বোলিং গ্রুপ হিসেবে ভালো করেছি আমরা। ব্যাটিংটাও খারাপ হয়নি। তবে উন্নতির পালায় থামতে চান না অধিনায়ক। বিশেষ করে ব্যাটিংয়ে উন্নতির জায়গা দেখছেন অনেক।
তিনি আরো বলেন, আমাদের কয়েকজন ব্যাটসম্যান সেট হয়ে আউট হয়েছে, নইলে স্কোর আরও বড় হতো। এই জায়গাগুলো ঠিক করতেই হবে। কারণ সামনে আরও বড় চ্যালেঞ্জ আসবে। কেউ ৩০-৪০ করলে তাকে বড় ইনিংস খেলতে হবে।দুটি ম্যাচে জিতলেও বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এখনও অর্ধশতক করতে পারেনি চলতি সিরিজে
১৭ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস