স্পোর্টস ডেস্ক: খুলনায় টাইগারদের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে ক্রিকেট দলের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে হতাশ আজকের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে এসে মাসাকাদজা বলেন, 'আমার মনে হয় ১৬৮ রান তাড়া করার মতো লক্ষ্য ছিলো। ব্যাটসম্যানরা আরও একটু দায়িত্ব নিয়ে খেললে দলের জন্য ভালো হতো। এই উইকেটে বাংলাদেশকে এই রানে আটকে রাখার পুরো কৃতিত্ব বোলারদের।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন হ্যামিল্টন মাসাকাদজা। চিগুম্বুরার না খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘গত কিছুদিন ধরে সে টানা ক্রিকেট খেলেছে। ফলে এই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।’
কোচদের ভূমিকা নিয়ে মাসাকাদজা বলেন, ‘তারা আমাদেরকে কী করতে হবে তা বলে দেন। আমাদের কাজ হলো তাদের কথা মেনে মাঠে তার বাস্তবায়ন করা। কিন্তু আমরা তা করতে পারছি না।’
১৭ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস