সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ০১:১৯:০৩

মুস্তাফিজ বিশ্ব ক্রিকেটের জন্য বিরল রত্ন : মাশরাফি

মুস্তাফিজ বিশ্ব ক্রিকেটের জন্য বিরল রত্ন : মাশরাফি

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজকে নিয়ে সবাই উচ্ছ্বসিত, অধিনায়কও। কেন উচ্ছ্বসিত এটা হয়তো অনেকেরই প্রশ্ন।

মুস্তাফিজ আজ টানা পাঁচটি ডট দেওয়ার পর নিজের প্রথম ওভারের শেষ বলে চার খেয়েছেন। দ্বিতীয় ওভারে ভুসি সিবান্দা আবারও তাঁকে চার মারলেন। দুটো চারের পর সিবান্দার কাছেই ওই ওভারের শেষ বলে আবারও ছক্কা হজম করেছেন। হজম হয়নি, মুস্তাফিজের এ​কদমই হজম হয়নি।

কিন্তু তৃতীয় ওভারেই বুঝিয়ে​ দিলেন, কেন তিনি স্পেশাল। ওই ওভারে মাত্র এক রান দিয়ে তুলে নিলেন দুই উইকেট। দুটোই বোল্ড করে। সব মিলিয়ে ৩.৫ ওভার বল করে ১৯ রানে ২ উইকেট। প্রথম ২ ওভারে ১৫ রান দিয়ে উইকেটশূন্য, দ্বিতীয় স্পেলে ৪ রান দিয়ে দু্ই উইকেট!

ইদানীং ভারতের নতুন এক পেসারকে তাঁর সঙ্গে তুলনা করা হচ্ছে। অস্ট্রেলিয়া সফরে অভিষেক ম্যাচে বারিন্দর স্রান ৩ উইকেট নিলেও বাকি দুই ম্যাচ মিলিয়ে ১০৪ রান দিয়ে উইকেটশূন্য!

মাশরাফিও আজ বলে ​দিলেন, মুস্তাফিজ বাংলাদেশের ক্রিকেটের জন্যই শুধু নয়, বিশ্ব ক্রিকেটের জন্যই বিরল এক রত্ন। মুস্তাফিজের সঙ্গে কারও তুলনা চলে না, ‘মুস্তাফিজের সঙ্গে বিশ্বের কোনো বোলারের সঙ্গে তুলনা হয় না। কারণ আমি সব সময় বলেছি ও যেন অন্য গ্রহের কেউ। ওর সঙ্গে কারও তুলনা করার সুযোগ নেই।’

মাশরাফি অবশ্য বললেন অন্য প্রসঙ্গে। চোট পাওয়ার আগেই মুস্তাফিজকে শেষ দুই ম্যাচের জন্য দলে রাখেননি নির্বাচকেরা। আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল মুস্তাফিজকে ​বিশ্রামে রাখা হবে। সেই প্রসঙ্গে বলতে গিয়েই মাশরাফি বললেন, ‘আরেকজন বোলারকে দেখার সুযোগ আছে। সে কেমন করছে। তবে মুস্তাফিজ যা করবে সেটাই ওই বোলারের কাছ থেকে চাইলে সেটা হবে ওর জন্য অনেক বড় চাপ। এটা আমি আশা করছি না। তবে সবাইকে তো সুযোগ দিতে হবে। সামনে বড় টুর্নামেন্টগুলো আসছে। সেরা বিকল্প তো তো খুঁজে বের করতে হবে।’

মুস্তাফিজের চোটটি গুরুতর নয় বলেই আশা করছেন অধিনায়ক। নিজে ক্যারিয়ারের শুরুতে বাড়তি চাপ নেওয়ার ফল ভোগ করেছেন। শেষ দুই ম্যাচে না খেলা মুস্তাফিজের জন্য ভালোই হবে বলে মনে করেন মাশরাফি, ‘এই মুহূর্তে মুস্তাফিজও চোটে পড়েছে। জানি না ও কী অবস্থায় আছে। তবে দলে নতুন যে দুজন এসেছে, ওরা অনুশীলন ম্যাচ কিংবা বিপিএল ভালো বোলিং করেই এসেছে। আমার বিশ্বাস ওরা এখানেও ভালো করবে।’
১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে