সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ০৪:২৬:২৫

বিশাল ব্যবধানে বার্সালোনার দুরন্ত জয়

বিশাল ব্যবধানে বার্সালোনার দুরন্ত জয়

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচেই গোল পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল আর করিম বেনজেমা। ওদের আক্রমণ ত্রয়ীর চেয়ে বার্সালোনার লিওনেল মেসি, নেইমার আর লুইস সুয়ারেস কম কীসে! গোল করা আর করানোয় ‘এমএসএন’ ত্রয়ীর অসাধারণ দক্ষতায় আথলেতিক বিলবাওকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সালোনা।

রোববার রাতে ম্যাচ শুরুর আগেই আনন্দের একটা উপলক্ষ ছিল কাম্প নউয়ের সমর্থকদের জন্য। তুমুল করতালির মধ্যে সম্প্রতি জেতা পঞ্চম ব্যালন ডি’অর প্রদর্শন করেন মেসি। এরপর সুয়ারেসের দারুণ এক হ্যাটট্রিক ও মেসি, নেইমার আর রাকিতিচের গোলে ৬-০ বিশাল ব্যবধানে হারায় আথলেতিক বিলবাওকে।

রিয়াল মাদ্রিদের রোনালদো ও বেনজেমা এবং সতীর্থ নেইমারকে ছাড়িয়ে সুয়ারেসের লা লিগার এ মৌসুমে গোল হলো সর্বোচ্চ ১৮টি।

এই জয়ে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল বার্সালোনা।

আগের ম্যাচে লাস পালমাসকে ৩-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখে। স্পোর্তিং গিহনকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়া রিয়াল মাদ্রিদ ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে