স্পোর্টস ডেস্ক : সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড। পাকিস্তানকে দ্বিতীয় টোয়েন্টি ২০ ম্যাচে ১০ উইকেটে উড়িয়ে দিল তারা। পাকিস্তানের ১৬৮ রান ১৪ বল বাকি থাকতে একটাও উইকেট না হারিয়ে তুলে নেয় নিউজিল্যান্ড।
ওপেনিং জুটিতে অবিচ্ছিন্ন ১৭১ রান টোয়েন্টি ২০–তে যে কোনও উইকেটে বিশ্বরেকর্ড। গাপটিল ৫৮ বলে ৮৭ ও উইলিয়ামসন ৪৮ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। আগের রেকর্ড ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ও বসম্যানের ১৭০ রান।
সেটাও ছিল ওপেনিং জুটিতে। এর আগে পাকিস্তানের হয়ে ভাল রান পান শুধু উমর আকমল (অপরাজিত ৫৬) ও শোয়েব মালিক (৩৯)। ম্যাকক্লেনাঘান ২ উইকেট নেন। সিরিজের আর একটা ম্যাচ বাকি।
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি