স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে শুধু তিনদিনে টেস্ট হার নয়, সিরিজও খুইয়ে বসেছে দক্ষিণ আফ্রিকা। যার জেরে টেস্ট ক্রিকেটে এক নম্বর সিংহাসনও হাতছাড়া। এরই মাঝে গুজব এবি ডি’ভিলিয়ার্সকে নিয়ে।
ক্রিকেটের ঠাসা সূচিতে ক্লান্ত এবিডি নাকি টেস্ট থেকে সরে দাঁড়াতে পারেন, এমন কথাও শোনা যাচ্ছিল। ওয়ান্ডারার্সে ৭ উইকেটে ম্যাচ হারের পর সাংবাদিক–সম্মেলনে নিজেই সেই গুজব উড়িয়ে দিলেন প্রোটিয়া অধিনায়ক।
এবি বলেন, ‘টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে আমি কোনও চিন্তাভাবনাই করিনি। শুধু গোটা বছরে কীভাবে একটু বিশ্রাম নিতে পারব, সেই রাস্তা খুঁজছি। আমার মাথায় অনেক চিন্তাই ঘুরপাক খাচ্ছে। সত্যি বলছি সেটার পিছনে এই হারের কোনও সম্পর্ক নেই।’
দল হারলেও তিনি যে জুনিয়রদের পাশে অধিনায়কের দায়িত্ব নিয়েই সেটা বুঝিয়ে দিয়েছেন ডি’ভিলিয়ার্স। তার কথায়, ‘জুনিয়রদের উদ্বুদ্ধ করাটা আমার বড় দায়িত্ব এবং এটা দারুণ সুযোগও। যখন খেলা ছেড়ে যাব, তখন এই জুনিয়ররাই দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে দেখতে পারলে দারুণ লাগবে। প্রত্যেক দলে চার–পাঁচজন সিনিয়র ক্রিকেটার থাকে, যারা দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে যায়। আমাদের কাজ এখন সেটাই এবং আশা করি এভাবেই এগিয়ে যেতে পারব। নেতৃত্ব দিতে আমার দারুণ লাগে। আশাকরি পরের ম্যাচেও অধিনয়াকত্ব করব। দেখা যাক!’
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি