শুক্রবার, ২৭ মে, ২০২২, ১১:২৯:২২

মাঠে নেমেই সাকিবের আগ্রাসী ব্যাটিং

মাঠে নেমেই সাকিবের আগ্রাসী ব্যাটিং

স্পোর্টস ডেস্ক: ১৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ মাত্র ৫৩ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শংকায় পড়ে গিয়েছিল। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন ২৭ রানের। 

সকালে মুশফিক আউট হওয়ার পর লিটন দাসের সঙ্গে জুটি বেঁধেছেন সাকিব। লঙ্কানদের পাল্টা চাপে ফেলতে বিশ্বসেরা অল-রাউন্ডার আজ মাঠে নেমেই আগ্রাসী ব্যাটিং করছেন।

বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১১৪ রান। সাকিব ২৩ বলে ৩০* আর লিটন ৮৯ বলে ৩৫* রানে ব্যাট করছেন।
আজ শুক্রবার ম্যাচের পঞ্চম দিন সকালে বাংলাদেশ দল তাকিয়ে ছিল লিটন দাস আর মুশফিকুর রহিমের দিকে। 

দুজনে ভালোই শুরু করেছিলেন। কিন্তু দিনের অষ্টম ওভারেই কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে যান মুশফিকুর রহিম (২৩)। উইকেটে থাকা লিটন দাসের সঙ্গী হন সাকিব আল হাসান।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৫০৬ রানের জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে গতকাল বৃহস্পতিবার শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ২৩ রানের মধ্যেই নেই হয়ে যায় ৪ উইকেট! দলীয় ১৫ রানে ওপেনার তামিম ইকবালকে দিয়ে শুরু। 

প্রথম ইনিংসের মতো তিনি এবারও ডাক মারেন। এরপর একে একে আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত (২), মাহমুদুল (১৫) এবং অধিনায়ক মুমিনুল হক (০)। ৪ উইকেটে ৩৪ রান নিয়ে গতকাল চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে