স্পোর্টস ডেস্ক : শুধু বাংলাদেশই নয় ক্রিকেটে বিশ্বের আইডলের নাম সাতক্ষীরার রহস্য বালক মুস্তাফিজুর রহমান। দুর্ভাগ্য তাড়া করছে তাকে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের শেষ ওভারে বল করতে আসেন তিনি।
সফলভাবে ৪টি বল করেন মুস্তাফিজ। ৫ম বলটি করার সময় বাঁ কাঁধে আঘাত পান মুস্তাফিজুর রহমান। বেশ অস্বস্তি বোধ করেন মুস্তাফিজ। শেষ বলটি কিন্তু করা হয়নি মুস্তাফিজের।
মাশরাফি সাব্বিরের হাতে বল তুলে দেন। এমনটাই ছিল মাঠের দৃশ্য। এর পরে কম হয়নি মুস্তাফিজকে নিয়ে। এই চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুইটি ম্যাচে মাঠে নামা হবে না কাটার বয়ের।
মুস্তাফিজ এখন বিসিবির চিকিৎসকদের পরিচর্যায়। সামনের বিশ্বকাপে মুস্তাফিজকে নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন জিজ্ঞাসা অনেকের। তবে যতটুকো জানা যায় তাতে বলা যায় শিগগিরই সুস্থ হয়ে উঠবেন মুস্তাফিজ।
দেশের ক্রিকেট সেনাপতি মাশরাফি বিন মতুর্জা বলেছেন, পুরনো যায়গায় আঘাত পেয়েছেন মুস্তাফিজুর রহমান। মাশরাফি বলেন, যত দ্রুত সম্ভব তার চিকিৎসা শুরু হবে। আশাকরি তাকে পরবর্তী আসরে আমরা ফিটভাবেই পাব।
১৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ ডটকম/হাবিব/এইচআর