স্পোর্টস ডেস্ক: মুস্তাফিজ ‘আউট অব দ্য ওয়ার্ল্ড’। মুস্তাজিকে নিয়ে এটি স্বয়ং জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কথা। অভিষেকের পর থেকে একের পর এক জ্যোতি ছড়াচ্ছে সাতক্ষীরার এ যুবক। তার কাটার বলে কুপোকাত বিশ্বের বড় বাঘা বাঘা খেলোয়াড়রা।
অথচ সেই মুস্তাফিজের কাটার বল মারতে গিয়ে নাকি সম্প্রতি পেশীতে ভীষণ বেগ পোহাচ্ছেন। এতদিন ধরে শোনা গেলেও গতকালকে বাংলাদেশ দলের জয়ী ম্যাচে নিজের শেষ বলটি করতে পারেনি মুস্তাফিজ। বিসিবি সূত্রে জানা যায়, ওভারের শেষ বলের আগে চরম ভাবে পেশীতে টান অনুভব করেন মুস্তাফিজ। আর এ কারণে বাদ বাকি দু’ম্যাচ গ্যালারিতে বসে থাকতে হবে তাকে।
এ ব্যাপারে গণমাধ্যমকে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশারই জানিয়েছেন, ‘কাঁধের ব্যথার কথা চিন্তা করে তাকে শেষ দুই ম্যাচের দলে না রাখার সিদ্ধান্ত আমরা আগেই নিয়ে রেখেছিলাম। মুস্তাফিজ বয়সে এখনো অনেক তরুণ। আমরা তাই ওকে একটু সতর্কভাবে ব্যবহার করতে চাচ্ছি।’
তবে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীর কথায় পাওয়া গেলে কিছুটা আশার বানী। তিনি জানান, ‘ব্যথা এখন খুব বেশি হয় না। তবে এভাবে চলতে থাকলে আস্তে আস্তে তা বাড়বে। সে জন্য এখন থেকেই সতর্ক হতে হবে। সবচেয়ে বড় কথা হলো, যে বলগুলোতে ও সমস্যা বোধ করছে, সেগুলো তার স্টক বল।’
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর