স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্ডিকা হাতুরুসিংহের ইচ্ছে পূরণে পেছানো হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ড।
আগামীকাল থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে লিগের দ্বিতীয় রাউন্ড শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।
কোচের ইচ্ছে ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে প্রাথমিক জাতীয় দল নিয়ে ক্যাম্প করা। আর সেটা চলমান জিম্বাবুয়ে সিরিজের পরই।
রোববার, ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির সভা শেষে নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত। এ ছাড়া আর কিছু করার ছিল না বলে জানান টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
তিনি বললেন, ‘প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ১১ জন, বিসিবি উত্তরাঞ্চলের ছয়জন এবং ওয়ালটন মধ্যাঞ্চল, ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের চারজন করে ক্রিকেটার চলে যাবে জাতীয় ক্যাম্পে। এদের ছাড়া বিসিএল সম্ভব না। সেই কারণে দ্বিতীয় রাউন্ড ১৯ ফেব্রুয়ারি থেকে চালু হবে।’
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর