স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড় ধরনের পরিবর্তন এনেছে দলে। দল থেকে ছিটকে গেছেন ৩ গ্রেট ক্রিকেটার। দলে সুযোগ পেয়েছেন পর্দার আড়ালে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার।
জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুটি ওয়ানডের জন্য দল ঘোষণায় চমক দিয়েছে ক্রিকেট বোর্ড। দুটি ওয়ানডেতে আল আমিনকে পরখ করে দেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ক্রিকেট বোর্ড এখন শহীদকে পরখ করে দেখতে চায়। আহত হওয়ার কারণে দলের বাইরে যেতে বাধ্য হন গ্রেট ক্রিকেটার মুশফিক ও মুস্তাফিজ। এই তিন জনের ছিটকে যাওয়ায় দলে সুযোগপ্রাপ্তরা হলেন মোহাম্মদ শহীদ, মোসাদ্দেক হোসেন ও মুক্তার আলী।
মোসাদ্দেক হোসেন ও মুক্তার আলী জাতীয় লিগে ভালো করার সুবাধে জাতীয় দলে উঠে আসেন।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টির দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরাফাত সানি, নুরুল হাসান, মোহাম্মদ শহীদ, আবু হায়দার, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলী।
প্রসঙ্গত, মুস্তাফিজের যায়গায় একাদশে থাকতে পারেন রনি। মুশফিকের যায়গায় ইমরুল ও আল আমিনের যায়গায় একাদশে সুযোগ পেতে পারেন মোহাম্মদ শহীদ।
১৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর