স্পোর্টস ডেস্ক: দীর্ঘ দিন ইনজুরির সঙ্গে যুদ্ধ করে মাঠে ফিরলেও ফের মাঠের বাইরে যেতে হচ্ছে লিওনেল মেসিকে।
লা লিগায় রোববার রাতে অ্যাটলেটিকো বিলবাওকে ৬-০ গোলে উড়িয়ে দেয়ার রাতে আবারো হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। ইনজুরির কারণে বিরতির পর আর মাঠে নামেননি মেসি।
বার্সেলোনা ক্লাবের ওয়েবসাইট নিশ্চিত করেছে, ‘মেসি তার মাংশপেশিতে আঘাত পেয়েছেন। আর সোমবার পরীক্ষা-নিরীক্ষার পর ওই চোটের বিস্তারিত বিষয় জানানো হবে।’
মেসির ইনজুরির বিষয়ে বার্সার কোচ লুইস এনরিকে বলেন, ‘মাংশপেশিতে ব্যথা অনুভব করায় বিরতির পর তাকে (মেসি) আর মাঠে নামানো হয়নি। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সামনে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তাই তাকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাইনি।'
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর