স্পোর্টস ডেস্ক : গুণগত মানে জিম্বাবুয়ে ক্রিকেট টিম বেশ উন্নতি করেছে। কিন্তু জিম্বাবুয়ের উন্নতি টাইগারদের সাথে পাল্লা দেয়ার জন্য কিছুই নয়। প্রথম দুটি ওয়ানডে ম্যাচের দিকে তাকালেই পরিস্কার এই বিষয়টি।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাত্ত্বাই পায়নি জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়ক হিসাবে মাঠে নামা হয়নি অসুস্থ এলটন চিগাম্বুরার। এ দিন নেতৃত্ব দেন মাসাকাদজা।
বাংলাদেশের কাছে টানা পড়াজয়ে লজ্জায় ম্লান হয় জিম্বাবুয়ের অধিনায়ক। হারের পর মাসাকাদজা বলেন, আমরা পাওয়ার প্লেতে ভালো করতে পারিনি। ৬ থেকে ১০ ওভারেও আমাদের ব্যাটিং ভালো হয়নি।
মাসাকাদজা বলেন, ব্যাটিং সহায়ক পিস হলেও বাংলাদেশের বোলারদের সাথে লড়াইয়ে পেরে ওঠেনি আমাদের ব্যাটসম্যানরা। জয় পেতে হলে আমাদের আরো ভালো ব্যাটিং করতে হত।
মাসাকাদজা নিজেদের দুর্বলতাকে স্বীকার করে বলেন, ১৬৮ রানের টার্গেট বড় কোনো লক্ষ্য ছিল না। আমাদের ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ে আমাদের বেশি সমস্যা রয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ ও জিম্বাবুয়ের চলমান সিরিজে বাংলাদেশ প্রথম দুটি ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। তবে এখন টাইগারদের সামনে শুধু সিরিজ জয়ই নয় হাতছানি দিচ্ছে বাংলাওয়াশও।
১৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর