সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ১১:৪১:১৭

মায়ের দোয়ায় তিনি আজকের সৌম্য

মায়ের দোয়ায় তিনি আজকের সৌম্য

আরিফুর রাজু : নামটা সৌম্য শান্ত সরকার হলেও খেলার মাঠে  তিনি প্রায়ই অশান্ত। এক কথায় মন্থরতায় বিশ্বাসী নয় সৌম্য। যেন অদম্য গতিতে ছুটে চলাই তার কাজ।

২০১৪ সালের ডিসেম্বরের ১ তারিখে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে অভিষেক হয় সৌম্যের। ম্যাচটিতে তার ব্যাট থেকে আসে ২০ রান। তবে মজার ব্যাপার হলো সেই অভিষেকের পর থেকেই ছুটে চলছে অদম্য গতিতে। আজো সে গতি অব্যহত।

বেশ কিছুদিন ইনজুরিতে থাকার পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আবারো ফর্মে ফিরেছেন এই হার্ডহিটার। প্রথম ম্যাচে র্দুভাগ্যক্রমে রান আউট হলেও দ্বিতীয় ম্যাচে নিজেকে চেনাতে ভুল করেননি তিনি। ৩৩ বলে তুলে নেন ৪৩ রান।

বাবা-মায়ের আর্শীবাদ আর দোয়ায় তিনি আজকের এই সৌম্য। জানা যায়, পরীক্ষার হলে থাকা অবস্থায় কিংবা খেলার মাঠে। সবসময়ই সৌম্যের জন্য দোয়ায় মগ্ন থাকেন তার প্রিয়তমা মা। এমনকি খেলা চলাকালীন সময়ে ফোন বন্ধ রেখে ঈস্বরের দরবারে বিশেষ দোয়া পড়েন তার মা। আর তখন বাড়িতে বিরাজ করে অজানা এক অস্থিরতা আর শঙ্কা। আর সবরই বিয়োগ ঘটে যখন সৌম্যের ব্যাট হাসে এবং বাংলাদেশের পক্ষে খেলা কথা বলে।

১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে