স্পোর্টস ডেস্ক: প্রশ্নের মুখে ধোনির অধিনায়কত্ব মেলবোর্নে একদিনের সিরিজ হারের পর চাপে থাকা ক্যাপ্টেন কুলের মন্তব্য, নিজে পর্যালোচনা করলে স্বার্থের সংঘাত হবে৷ তাই তাঁর অধিনায়কত্ব নিয়ে পর্যালোচনা করতে করা হোক জনস্বার্থ মামলা৷
মেলবোর্নে সিরিজ হারের পর ক্যাপ্টেন কুলের অধিনায়কত্ব প্রশ্নের মুখে৷ দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির সেই অধিনায়কত্বের সেই মোহময় ম্যাজিক কোথায়! তবে কি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শানিত অধিনায়কত্ব ভোঁতা হয়ে যাচ্ছে? ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ হারের পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে ২ ম্যাচ বাকি থাকতেই একদিনের সিরিজ হার৷ তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করতেই, ধোনির জবাব, তার অধিনায়কত্ব কেন সফল হচ্ছে না, তার বিচার করতে এবার জনস্বার্থ মামলা করতে হবে৷
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে ধোনি বলেন, আমি যদি আমার পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করি, তবে স্বার্থের সংঘাত হতে পারে৷ অধিনায়ক হিসেবে আমার পারফরম্যান্স বিচার করার জন্য একটি জনস্বার্থ মামলা করতে হবে৷ বিষয়টা কে অধিনায়ক সেটা নয়৷ আজ আমি আছি৷ কাল আমার জায়গায় অন্য কেউ আসবে৷ কিন্তু খুঁজে বার করতে হবে সমস্যার জায়গাটা ঠিক কোথায়৷ কোন জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে৷ আমাদের বোলিং বিভাগ বারবারই প্রশ্নের মুখে পড়ছে৷
টেস্টে বিরাট জমানা শুরু হতেই সীমিত ওভারের ক্রিকেটে ধোনির পারফরম্যান্স প্রশ্নের মুখে পড়ছে বারবার৷ আর অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজ হারের পর প্রশ্ন যেন আরও জোরালো হয়ে উঠেছে! সূত্র: টাইমস অব ইন্ডিয়া
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর